এক সাজা প্রাপ্ত আসামীর আর্জিতে তার অপহৃতা নাবালিকা মেয়েকে উদ্ধার করল পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার পুলিশ। পাশাপাশি অপহরণকারী যুবককেও গ্রেফতার করেছে। উদ্ধার হওয়া নাবালিকা এবং ধৃত যুবক আন্দুলিয়াবাড় গ্রামের বাসিন্দাকে শুক্রবার কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক নাবালিকার গোপন জবানবন্দি গ্রহণ করেন। পরে নাবালিকাকে হোমে পাঠানোর এবং অপহরণকারী যুবকের জেলাজতের নির্দেশ দেন।
সূত্রের খবর ভগবানপুর এলাকার বাসিন্দা সৌরভ মেটিয়া ২০১৭ সালের একটি খুনের মামলায় জড়িত থাকার অপরাধে যাবজ্জীবন কারাদন্ডে সাজাপ্রাপ্ত হয়। সেই কারণে প্রায় ১৫ মাস মেদিনীপুর সংশোধনাগারে বন্দী আছে। আত্মীয়-স্বজনের মাধ্যমে জানতে পারে তার নাবালিকা কন্যাকে গত ২০ ডিসেম্বর অপহরণ করে বিয়ে করেছে ওই যুবক। জানতে পেরে সৌরভ মেটিয়া জেলা পুলিশ সুপার এবং শিশু সুরক্ষা দপ্তরে অভিযোগ জানায়। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে।
বৃহস্পতিবার অভিযান চালিয়ে অপহরণকারী যুবক সদয় প্রামাণিক কে গ্রেফতার করে নাবালিকাকে উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে সৌরভ মেটিয়ার সাজা হওয়ার আগেই তার স্ত্রীর মৃত্যু হয়। সেই কারণে তার দুটি মেয়ে মামা দাদুর কাছে ছিল। তার ছোট মেয়ে মামার বাড়ি থেকে চলে এসে বাড়িতে একা থাকতো। পাশের গ্রামের বিবাহিত যুবক সদয় প্রামানিক এর পরিবারের সদস্যরা ওই নাবালিকাকে ফুসলিয়ে অপহরণ করে বলে অভিযোগ। ওই নাবালিকা কে সদয়ের সঙ্গে জোর করে বিয়ে দেয় বলেও অভিযোগ। সৌরভ মেটিয়া মেদিনীপুর সংশোধনাগারে বসে জেল সুপার এর মাধ্যমে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার ও জেলা শিশু সুরক্ষা দপ্তরে গত ৩ জানুয়ারি অভিযোগ জানায়। তারপরেই তদন্তে নামে জেলা পুলিশ।