পূর্ব মেদিনীপুর জেলার বিগ বাজেটের পুজোর অন্যতম পঁচেট আরিয়ান ক্লাবের পুজো। পঁচেট গ্রামে সরস্বতী পুজোয় প্রতিবছরই থাকে নতুন থিমের চমক । এ বছরও তার কিছু ব্যতিক্রম হচ্ছে না। আর তাতেই এই খুঁটি পুজোর চমক পঁচেট আরিয়ান ক্লবের ।
পরিবেশ সচেতনতা বার্তা নিয়ে আরিয়ান ক্লাবের এবছরের থিম জিববৈচিত্র। মাটি,পাট, খড়, বাঁস, শুকনো গাছের ছাল, দিয়ে তৈরি হবে পুজো মন্ডপ।
পুজো মন্ডপ জুড়ে থাকবে পরিবেশ সচেতনতা ও জিববৈচিত্র রোক্ষার বার্ত। সংস্থার সদস্যরা জানান চোকধাধানো এই পুজো মন্ডপ ও আলোকসোজ্জা দেখতে ভিড় জমাবেন অসংখ্য মানুষ।
এবছর পুজোর বাজেট ৬ লক্ষ টাকা পুজো সঙ্গে রয়েছে কিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতি অনুষ্ঠান।
Author: ekhansangbad
Post Views: ৩