প্রদীপ কুমার সিংহ :- আর কয়েকদিন পরেই গঙ্গাসাগরে গঙ্গাস্নান শুরু হতে চলেছে। এই গঙ্গাসাগর স্নান উপলক্ষে মেলা বসে। লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় এই মেলা উপলক্ষে গঙ্গাসাগরে কপিলমনি আশ্রমে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগরে কপিলমুনি আশ্রমে ঘুরে এসেছেন। সেই সঙ্গে তিনি মেলা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে কতটা কাজে এগিয়েছে তা তদরোকি করেন। বিভিন্ন রাজ্য এবং পশ্চিমবাংলার বিভিন্ন এলাকা জেতে শুরু করেছে। প্রশাসন সবদিক থেকে তৈরি আছে। প্রশাসনের পক্ষ থেকে ধারণা হয়েছে যে বাংলাদেশ থেকে কিছু সন্ত্রাসবাদী এই গঙ্গাসাগর মেলায় আসতে পারে। সেই উপলক্ষে ডায়মন্ড হারবার, নামখানা,বারুইপুর বিভিন্ন জায়গা প্রশাসনের পুলিশ চেকিং করছে।
বৃহস্পতিবার সেই চিত্রই দেখা গেল বারুইপুরে। বারুইপুর থানার অন্তর্গত পদ্ম পুকুরে বারুইপুর কাছারি বাজার ট্রাফিক বিভাগের কর্মীরা গাড়ি চেকিং করে। বারুইপুর কাছারি বিভাগের ট্রাফিক গার্ডের আধিকারিক মোহাম্মদ গিয়াস উদ্দিনের নেতৃত্বে একটি দল বৃহস্পতিবার সকাল থেকেই বারুইপুর বাইপাসের রাস্তায় বড় বড় গাড়ি যেমন চেক করে সে ছোট অনেক গাড়ি ও চেক করে। গাড়ির ভেতর ব্যাগ গুলির এবং গাড়ির সিটের নিচে সব জায়গাতেই চেক করে।