অনুন্নত পরিকাঠামোয় পূর্ব মেদিনীপুরের সরকারি সাহায্যপ্রাপ্ত বেশিরভাগ হোমই ধুঁকছে। খাগদা শিশু সদনও তার ব্যতিক্রম নয়। ভবন বলতে জীর্ণ মাটির দেওয়াল আর ভাঙাচোরা টালির চালা। জলকষ্ট, বিদ্যুতের সমস্যা নিত্যসঙ্গী। উঠছে জনা তিরিশেক কচিকাঁচা। ওদের পরিচয়— অনাথ। ঐ আশ্রমকে সাহায্য করতে এগিয়ে এলো এগরা ২ ব্লক স্বাস্থ্য দপ্তর। শনিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের দুবদা গ্রাম পঞ্চায়েতের খাগদা শিশু সদন তথা অনাথ আশ্রমের শিশুদের মুখে হাসি ফোটাতে বিশেষ উদ্যোগ নিলো এগরা ২ ব্লক হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা। একটি বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয় আশ্রম প্রাঙ্গনে। ঐ সভায় অনাথ শিশুদের হাতে শিক্ষাসামগ্রী, খাদ্য সামগ্রী ও শীত বস্ত্র উপহার দেওয়া হয়। আবাসিকরা স্বাস্থ্য আধিকারিকদের সামনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
এগরা ২ ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অনুমিতা দাস জানিয়েছেন, অসহায় কচি কাঁচাদের মুখে হাসি ফোটাতে ব্লকের সমস্ত স্বাস্থ্যকর্মীদের নিয়ে আজকে আমরা এই আশ্রমে বিশেষ ভাবে অন্যরকম করে কাটালাম। এই আশ্রমে আগে এসেছিলাম, তখন আমাকে এখানকার পরিবেশ ভীষণভাবে মুগ্ধ করেছিল। এই আশ্রমের আবাসিকদের জন্য স্বাস্থ্য শিবির করা হয়েছে, আগামীদিনে এখানে চক্ষু পরীক্ষা শিবির হবে, শিশুদের কাউন্সিলিং ও রক্ত পরীক্ষা হবে। এখানকার বাচ্চাগুলো ডিসিপ্লিন ওয়েতে বড়ো হচ্ছে তাই তাঁদের পাশে থাকাটা আমাদের নৈতিক কর্তব্য বলেই মনে করছি। কিন্তু অনাথ আশ্রমের সুপার গৌরহরি পাত্র জানিয়েছেন, দীর্ঘ প্রায় আশি বছর ধরে এই আশ্রম খুবই জরাজীর্ণ। সরকার বাহাদুর অবিলম্বে দৃষ্টি নিক্ষেপ করে আশ্রমকে সহযোগিতা করলে আমাদের ভালো হয়।