Select Language

[gtranslate]
২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পৌষ সংক্রান্তির গঙ্গা উৎসবের সূচনায় বিধায়ক অখিল গিরি

পৌষ সংক্রান্তি উপলক্ষে দক্ষিণবঙ্গের সমুদ্র উপকূলবর্তী এলাকায় মহাসমারহে শুরু হতে চলেছে মকর সংক্রান্তি ও গঙ্গোৎসব । দীঘার অদূরে রামনগর ২ ব্লকের কানপুর ও কিসমত থিয়ার ব্যবসায়ী গোষ্ঠী ও গ্রামবাসী বৃন্দের পরিচালনায় পৌষ সংক্রান্তি উপলক্ষে শ্রী শ্রী গঙ্গা মাতার পূজার্চনা দ্বাদশ প্রহর নাম যজ্ঞ ও অন্ন মহোৎসবের সূচনা হলো। ফিতা কেটে গঙ্গোৎসবের শুভ উদ্বোধন করলেন  বিধায়ক ও প্রাক্তন  মন্ত্রী অখিল গিরি।৭৯ তম বর্ষে এই উৎসবকে ঘিরে প্রতিবছরের মতো এ বছরও  উৎসাহ উদ্দীপনা তুঙ্গে।সমাজ সেবামূলক বিভিন্ন কাজের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা শিবির, রক্তদান, ও বস্ত্রদান কর্মসূচির আয়োজন করেছে এই সংস্থার।পৌষ মাসের শেষ দিনে অনুষ্ঠিত হয় পৌষ সংক্রান্তি।
বাংলা মাসের শেষ দিন সংক্রান্তি নামে পরিচিত। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্যের রাশি পরিবর্তনের দিনটি হল সংক্রান্তি। বাংলার নবম মাসের সমাপ্তি হল মকর সংক্রান্তি।আগামী ১৪ জানুয়ারি মঙ্গলবার পৌষ সংক্রান্তি, মকর সংক্রান্তি, পৌষপার্বণ, শ্রীশ্রী বাস্তুপূজা, শ্রীশ্রী গঙ্গাদেবীর আবির্ভাব উপলক্ষে সাগর সঙ্গমে স্নান, গঙ্গাসাগর মেলা, শ্রীশ্রী টুসুপূজা, প্রয়াগে মহাকুম্ভ স্নান।পৌষ সংক্রান্তির দিন, ভক্তরা গঙ্গার পবিত্র জলে ডুব দিয়ে সূর্য ভগবানকে প্রার্থনা করেন।


উৎসবের দিন ভগবানকে প্রসাদ হিসেবে ভাত দিয়ে তৈরি থালা নিবেদন করা হয়।
সংক্রান্তির এক দিন আগে শুরু হওয়া এবং পরের দিন শেষ হওয়া তিনটি দিনে সমাজের সমস্ত অংশের মানুষ  অংশগ্রহণ করে। সংক্রান্তির দিনে সাধারণত দেবী লক্ষ্মীর পূজা করা হয়। খোলা জায়গায় মূর্তি পুজো করার কারণে একে বলা হয় বাহারলক্ষ্মী পূজা।গ্রামবাংলায়, কৃষক পরিবারগুলি তাদের ঘর পরিষ্কার করে, ধানের আল্পনা বা রঙ্গোলি তৈরি করে, লক্ষ্মীকে স্বাগত জানাতে আমের পাতা এবং ধানের ডালপালা ঝুলিয়ে দেয়। সম্পদের দেবীর প্রতীক ধানের শীষ দিয়ে লক্ষ্মী পূজা করা হয়।পৌষ সংক্রান্তি, পৌষ মাসের শেষ দিন, সদ্য কাটা ধান এবং খেজুরের গুড় এবং পাটলির আকারে খেজুরের শরবত এবং চালের আটা, নারকেল, দুধ দিয়ে তৈরি বিভিন্ন ঐতিহ্যবাহী বাঙালি মিষ্টি এবং পিঠা তৈরি করা হয়।উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রামনগর বিধানসভার বিধায়ক প্রাক্তন মন্ত্রী অখিল গিরি, উপস্থিত ছিলেন রামনগর -২ পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ কুমার মাইতি, উপস্থিত ছিলেন এলাকার প্রধান গীতশ্রী মাইতি, উপস্থিত ছিলেন এলাকার উপ প্রধান উত্তম মাইতি, উপস্থিত ছিলেন কানপুর বুথের প্রাক্তন সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী, ব্যবসায়ী কমলেশ জানা উপস্থিত ছিলেন রামনগর -২ পঞ্চায়েত সমিতির সদস্য মানস দাস, সংস্থার সম্পাদক অভিজিৎ মাইতি সহ বিভিন্ন নেতৃত্ব বৃন্দ

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read