Select Language

[gtranslate]
৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পরমানন্দপুরে বিপজ্জনকভাবে ঝুলে থাকা হাই-ভোল্টেজ তার দ্রুত সরানোর দাবি

পাঁশকুড়া কাস্টমার কেয়ার সেন্টারের অধীনস্থ পরমানন্দপুর মৌজায় ১১,০০০ ভোল্টেজের মেন লাইনের তার ওই গ্রামের বিজয় ও সুজয় পন্ডিতের কালাজমি থেকে মাত্র সাড়ে সাত ফুট উঁচুতে দীর্ঘদিন ধরে বিপজ্জনকভাবে ঝুলে রয়েছে। যে কোনো সময় বড় দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। ওই লাইনটি বাঁকাডাঙ্গার নায়ক পাড়ার ২৫ কেভিএ ট্রান্সফরমার পর্যন্ত গিয়েছে। শুধু পরমানন্দপুর মৌজার ওই স্থান নয়,কাস্টমার কেয়ার সেন্টার এলাকার বহু জায়গায় মেন লাইন বা ডিস্ট্রিবিউটারি লাইনের তার ওইভাবে ঝুলে রয়েছে। এমনকি অনেক জায়গায় গ্রাহকরা বাঁশ দিয়ে তার উঁচুতে তুলে রাখতে বাধ্য হয়েছেন।
       অবিলম্বে ওই স্থানে বিপজ্জনকভাবে ঝুলে থাকা হাই ভোল্টেজের বিদ্যুতের তার টেনে উঁচুতে তোলার আবেদন জানিয়ে আজ বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন(অ্যাবেকা)’র পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে দপ্তরের রিজিওনাল,ডিভিশন্যাল ও স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি দেওয়া হয়েছে।
            সংগঠনের অফিস সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক এক বিবৃতিতে বলেন,অতি সত্বর পরমানন্দপুর মৌজায় বিজয় ও সুজয় পন্ডিতের কালাজমি সংলগ্ন স্থানে হাই-ভোল্টেজের তার উঁচুতে তোলার আবেদন জানিয়ে আজ স্মারকলিপি দেওয়া হয়েছে। নারায়ণ বাবুর অভিযোগ,দপ্তরের আধিকারিকরা গ্রাহকদের  বিলের উপর বারে বারে বাড়তি বোঝা চাপালেও পরিষেবার দিকে ঠিকমত নজর দিচ্ছেন না।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read