মেদিনীপুরের বিধাননগরে অনুষ্ঠিত হলো পিঠে মেলা. বিধাননগর মহিলা স্যোশাল ওয়েলফেয়ার ফোরামের উদ্যোগে বিধাননগর মাঠে অনুষ্ঠিত হলো “পিঠে মেলা”।
এটা ছিল এই মেলার প্রথম বছর। প্রথমবারের এই আয়োজনেই স্থানীয় এলাকা সহ শহরের বিভিন্ন প্রান্তের পিঠে প্রেমিক মানুষজন ভিড় জমিয়েছিলেন এই মেলায়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান, বিশিষ্ট সমাজসেবী ও উদ্যোগ পতি বজরং লাল আগরওয়াল,৫নং ওয়ার্ড কাউন্সিলর মৌ রায়, বিশিষ্ট নাগরিক সুশান্ত মহাপাত্র,চন্ডী হাজরা,সুসীম মুখার্জি, স্নেহময় দত্ত, বিদ্যুৎ ভট্টাচার্য, সুজিত বোস,অন্তরা বোস, সমাজকর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, সমাজসেবী সুমন চ্যাটার্জী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। মানুষের উৎসাহ ও ভীড় দেখে ফোরামের সম্পাদিকা বরুনা (রিনা) মহাপাত্র জানিয়েছেন, পরের বছর আরো যাতে সুন্দর ভাবে হয় সেইদিকে তাঁরা লক্ষ্য রাখবেন।ফোরামের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি শিলা দত্ত,সহ সভাপতি সংঘমিত্রা প্রধান,সহ সম্পাদিকা সোমা বেরা, কোষাধ্যক্ষা আগমনী করমিশ্র, সুদীপ্তা গোস্বামী,রুমা হাজরা, মৈত্রী রায় চৌধুরী, মোনালিসা দাস, মৌসুমী ভট্টাচার্য,মিলি চক্রবর্তী, মিঠু সরকার প্রমুখ।