মকর সংক্রান্তির সকাল থেকে সূর্যদেবকে প্রণাম করে পুণ্যর্জনের মহতী ছবি রাজ্যের দিকে-দিকে। গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ পুন্যার্থীর উপচে পড়া ভিড়। সংক্রান্তির পুণ্যক্ষণে পূর্ব মেদিনীপুরের সমুদ্রনগরী দিঘাতেও দেখা গেল উপচে পড়া ভীড়।শুধু দিঘা নয়,মান্দারমনি,শৌলা,বগুড়ান জালপাই সর্বত্র একই ছবি।
মকর সংক্রান্তির পুণ্য তিথিতে দিঘার সমুদ্র সৈকতে যেন জনপ্লাবন। কাতারে কাতারে পর্যটকের উপচে পড়া ভিড়ে সমুগ্রনগরী দিঘা গমগম করছে। সোমবার সকালে নিউ দিঘার সমুদ্র সৈকতে থিক থিকে ভিড়। বিপুল ভিড়ে ঠাসা দিঘার সি-বিচে গা গলানোর উপায় নেই। দিঘার সমুদ্র সৈকতে এদিন পুণ্যস্নান সরাতে দেখা গেল পর্যটকদের অনেককে।
পর্যটকদের পাশাপাশি স্থানীয় মানুষদেরও এদিন দিঘার সমুদ্রে পুণ্যস্নান সারতে দেখা গিয়েছে। এদিকে দিঘায় এই বিপুল ভিড়ের আভাস পেয়ে স্থানীয় প্রশাসনও এদিন আগেভাগে একগুচ্ছ ব্যবস্থা নিয়েছিল। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে দিঘা থানার তরফেও পর্যাপ্ত সুরক্ষার বন্দোবস্ত করা হয়েছে। সমু্দ্র সৈকতে পুলিশ ও অন্য নিরাপত্তাকর্মীদের কড়াকড়ি চোখে পড়ার মতো। সেই সঙ্গে জলপথেও স্পিড বোটে টহল দিতে দেখা গিয়েছে সুরক্ষাকর্মীদের।