এগরা সারদা শশীভূষণ কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হল। কলেজের স্থায়ী মাঠে বুধবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় কলেজের নবীন শিক্ষার্থীদের। নবীন বরণ অনুষ্ঠানকে উপলক্ষে সাজো সাজো রব গোটা কলেজ ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, আবার কেউবা সাধারণ পোশাকে। সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকেরাও।
কলেজে নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ড: দীপক কুমার তামিলী ।
উপস্থিত ছিলেন এগরা থানার আইসি অরুন কুমার খাঁ, এগরা থানার ট্রাফিক ওসি প্রসেনজিৎ প্রামাণিক, বিশিষ্ট সমাজসেবী উদয় শঙ্কর পাল, দেশবন্ধু অঞ্চলের উপ প্রধান অলোক মহাপাত্র, শেখ সাম্মাত, নাসির খান, লিয়াকত মল্লিক, হরিপদ বেরা, পিকু জানা- সহ অন্যান্যরা।
কলেজের অধ্যক্ষ ড: দীপক কুমার তামিলী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এই কলেজ এই জেলার অত্যন্ত ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি।
নবীন বরণ অনুষ্ঠান পর্বের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় । ছাত্র-ছাত্রীদের উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো।