Select Language

[gtranslate]
৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এগরার চকপান সাহারা সমবায় নির্বাচনে তৃণমূলের বড় জয়

পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের সাহাড়া গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। অথচ সেই পঞ্চায়েতের অন্তর্গত সমবায় সমিতির নির্বাচনে বড়সড় জয় পেল রাজ্যের শাসক দল তৃনমূল।শাসক দল তৃনমূল বলছে মানুষ তাদের ভুল বুঝতে পেরে মুখ ঘোরাতেই বেকায়দায় পড়েছে শুভেন্দু অধিকারীর দল বিজেপি।

চকপান সাহারা সমবায় কৃষি উন্নয়ন সমিতি।শুক্রবার এই সমবায় সমিতির নির্বাচন হয় । পরিচালন কমিটির ১২ টি আসনের মধ্যে ৭টি আসনে তৃণমূল ও ৫ টি আসনে বিজেপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছে।এই সমিতির মোট ভোটার৭৭০ জন। আর পোল হয়েছে ৬৮৯টি।

চকপান সাহারা সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে জয় প্রসঙ্গে এগরার বিধায়ক তরুণ মাইতি বলেন, যে ৪ টি বুথ নিয়ে এই সমবায় সমিতি সেই সব বুথে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি জয়লাভ করেছিল। সে কারণে এই লড়াইটা আমাদের কাছে কঠিন ছিল । তবু মানুষ আমাদের সঙ্গে আছে এই জয় তার প্রমাণ ।যদিও এই সমবায় জয় নিয়ে বিজেপির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read