Select Language

[gtranslate]
৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তৃণমূলের বড় জয় নন্দকুমারে, তমলুকে বিজেপি বিরোধী জোটের উত্থান

আবারো সমবায় সমিতি নির্বাচনে তৃণমূলের জয়। রবিবার সকাল থেকে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ পর্ব চলে নন্দকুমার ব্লকের বেঙ্গিমুদি সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে। ৫৫ টি আসনের মধ্যে ৪৮ টি আসনে  জয় লাভ করে তৃণমূল সমর্থিত প্রার্থীরা। ৭টি আসনে জয় লাভ করে বিজেপি সমর্থিত প্রার্থীরা। এই জয়কে ঘিরে তৃণমূল কর্মী সমর্থকের মধ্যে জয়উল্লাস শুরু হয়।অপরদিকে তমলুক ব্লকের চ্যাংড়াকালাগন্ডা সমবায় কৃষি উন্নয়ন সমিতি তে বিজেপি বিরোধী জোট জয় লাভ করে। সকাল থেকে ৯টি আসনের জন্য ভোটগ্রহণ পর্ব চলে।

বিকেলে গণনা হলে দেখা যায় ৯ টি আসনের মধ্যে ৬ টিতে প্রগতিশীল জোট এবং ৩ টিতে বিজেপি সমর্থিত প্রার্থীরা জয়ী হয়।এই সমবায় সমিতি বামেদের দখলে ছিল। এই গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে থাকায় বিজেপির বিরুদ্ধে জোট বদ্ধ হয় বিজেপি বিরোধী সকলস্তরের মানুষেরা।প্রগতিশীল প্রার্থীদের জয়ের কারণে সাধারন মানুষ ও  তৃণমূলের সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যায়।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read