প্রদীপ কুমার সিংহ :- বারুইপুর গার্লস হাই স্কুলের বাৎসরিক দু’দিনব্যাপী শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা হয় বারুইপুর নিউ ইন্ডিয়ান মাঠে।
শুরু হয়েছে শুক্রবার তার শেষ হয় শনিবার দিন। ১০০ মিটার দৌড় ২০০ মিটার দৌড় ৪০০,৮০০ মিটার দৌড়,লং জাম,হাই জাম, মিউজিকাল চেয়ার, মেরিট টেস্ট,লাফান দরি, যেমন খুশি তেমন সাজো সহ প্রায় ১৮ টি ইভেন্ট এই প্রতিযোগিতায় হয়। প্রতিটা ক্লাসের তিনটি করে প্রতিযোগীতা হচ্ছে। তবে এই প্রতিযোগীতার রিলে রেস এই ইভেন্টটি খুব আনন্দ দায়ক হয়েছিল।এবছর এই স্কুলে ৭৫ বছর উপলক্ষে সারা বছরই বিভিন্ন অনুষ্ঠান হবে বলে জানালেন স্কুলে প্রধান শিক্ষিকা। প্রথম দিন অর্থাৎ শুক্রবার ক্লাস ফাইভ,সিক্স, নাইন,টেন, ইলেভেন, টুয়েলভ এর ছাত্রীদের বিভিন্ন প্রতিযোগিতায় এবং শনিবার অর্থাৎ শেষ দিন ক্লাস সেভেন ও ৮ ছাত্রীদের বিভিন্ন প্রতিযোগিতা হয়।।বিশেষ করে পুজোর সময় দুদিন ব্যাপী বারুইপুর রবীন্দ্র ভবনের বিভিন্ন অনুষ্ঠান হবে। সারা বছর ধরে স্কুলের ৭৫ বছর উপলক্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে। এই শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শনিবারই দিয়ে দেওয়া হয় যারা এই ইভেন্ট গুলিতে প্রথম , দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করে।