পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার গান্ধী রোডে একটি ক্লাবের বার্ষিক অনুষ্ঠান চলাকালীন রবিবার মধ্যরাতে কুপিয়ে খুন করা হল আজগর মল্লিক (২৭) নামের এক যুবককে ।মৃত যুবক কাঁথি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়রা জানিয়েছেন গতকাল রাতে একটি ক্লাবের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে দুই বন্ধু আজগর মল্লিক ও সৌরভ দাস মিলে নাচানাচি করছিলো।সেই নাচানাচির সময় দুই বন্ধু বিবাদে জড়িয়ে পড়ে।তারপরেই এই দুর্ঘটনা বলে জানা গেছেন।বিবাদ্মান দুই যুবক মদ্যপান করেছিলো বলে প্রাথমিক অনুমান পুলিশের।
ক্লাবের সামনেই অতর্কিতভাবে সৌরভ তার বন্ধু আজগরকে একটি ভোজালি দিয়ে কুপিয়ে দেয়।রক্তাক্ত অবস্থায় ক্লাবের সামনে আজগরকে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা কাঁথি মহকুমা হাসপাতালে তাকে চিকিৎসার জন্য নিয়ে যায়।চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় আজগরের।
স্থানীয়রা হামলাকারীকে ক্লাব ঘরে আটকে রাখে।কাঁথি থানার পুলিশ এসে সৌরভকে ক্লাবের ভেতর থেকে বার করে এবং তাকে গ্রেফতার করে।