আগামী বিধানসভা নির্বাচনের আগে বিরোধী দল গুলিতে বড় ভাঙ্গন । কংগ্রেস থেকে ৪০জন ও সিপিএম ছেড়ে ২০ জন সহ প্রায় ১৫ টি পরিবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগদান করলো।সোমবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের কশবাগোলা উত্তরে তৃণমূলের সাংগঠনিক বৈঠকে এই যোগদান হয়।
সিপিএম, কংগ্রেসের কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন এগরার বিধায়ক তথা কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান তরুণ কুমার মাইতি।
তবে যে কর্মীদের যোগদান করিয়েছে একসময় তারা সবাই বিক্ষুব্ধ তৃণমূল ছিলেন বলে এলাকাবাসী সূত্রের খবর। তবে দলবদলকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ বাম-কংগ্রেস শিবির। এদিনের সভায় উপস্থিত ছিলেন এগরা ১ ব্লক তৃণমূলের সম্পাদক অশোক দাস, দলের ব্লক মহিলা তৃণমূলের সভানেত্রী মানসী দে, পাঁচরোল অঞ্চল তৃণমূলের কনভেনর সেক মুক্তাজুল ও রবীন্দ্রনাথ দাস, স্থানীয় পঞ্চায়েত প্রধান সংযুক্তা জানা, ব্লকের কর্মাধ্যক্ষ সেক আব্দুল গফফার কাজী, পঞ্চায়েতের সঞ্চালক সেক মুস্তাকিম ও আস্ফাতুল্লাহ খান, তাপসলাল দাস প্রমুখ। এদিনের সভায় কয়েকশো তৃণমূল কর্মী ও সমর্থকেরা হাজির ছিলেন।