কাঁথি পৌরসভার পক্ষ থেকে রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিতরণ করা হলো। প্রাথমিক ভাবে বুধবার সকালে ছাত্র-ছাত্রীদের হাতে সাইকেল তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন কাঁথি পৌরসভার পৌর প্রধান সুপ্রকাশ গিরি।উপস্থিত ছিলেন উপ পৌর প্রধান ড: নিরঞ্জন মান্না,মহকুমা অনগ্রসর শ্রেণী, তপশিলি জাতি উপজাতি উন্নয়ন দপ্তরের ইন্সপেক্টর সাওনা হাসদা,পুরসভার নির্বাহী আধিকারিক অমিয় কুমার দাস, পুরসভার সবুজ সাথী প্রকল্পের ইনচার্জ দেবাশীষ পরিয়ারি,সহ বিদ্যালয় এর শিক্ষক-শিক্ষিকা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এদিন কাঁথি শহরের কিশোর নগর শচীন্দ্র শিক্ষা সদনের ৩১৭ জন পড়ুয়াকে সবুজ সাথী প্রকল্পের সাইকেল দেওয়া হয়। পৌর প্রধান সুপ্রকাশ গিরি জানিয়েছেন শহরের ১৫টি বিদ্যালয় এর ছাত্র-ছাত্রীদের সাইকেল দেওয়া কর্মসূচি সূচনা হলো। একে একে সমস্ত স্কুলের ছাত্র-ছাত্রীদের সাইকেল দেওয়া হবে এবং মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পকে বাস্তবায়ন করা হবে।