পূর্ব মেদিনীপুরের শিল্প শহর হলদিয়ায় পেট্রোকার্বন কারখানার নতুন প্রকল্পের জন শুনানি হলো।হলদিয়ার বর্ধান্যঘাটা মৌজায় ইস্পাত তৈরীর সম্প্রসারণ নতুন প্রকল্পের জন্য এলাকাবাসীকে নিয়ে দুপুরে জন শুনানি অনুষ্ঠিত হলো ।প্রায় ১৬ একর জমি নিয়ে প্রকল্পটি শুরু করা হবে ।কারখানাটি শুন্য বর্জন কারখানা হিসেবে তৈরি করা হবে বলে দাবি করেছে কারখানার কর্তৃপক্ষ ।৯১ কোটি টাকা খরচে কারখানাটি তৈরি হলে প্রায় ৩০০ জন শ্রমিকের সরাসরি কাজে নিয়োগ হবে ।
জন শুনানিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী ,পরিবেশ দপ্তরের প্রতিনিধি শিশির মন্ডল , পেট্রোল কার্বন কারখানার সিনিয়র ম্যানেজার কৌস্তব চট্টোপাধ্যায় ,এছাড়া প্রশাসনের কর্মকর্তারা ও কারখানার শ্রমিকরা।জনসভা নিতে আসা এলাকাবাসীরা কারখানা তৈরির পক্ষে সামাল করলেন ।এতে খুশি কারখানা কর্তৃপক্ষ থেকে প্রশাসনিক কর্মকর্তারা ।
মেসার্স পেট্রো কার্বন এবং কেমিক্যালস লিমিটেডের নতুন কারখানার জন শুনানি হল হলদিয়ায়। ৭২ হাজার টন ইলেক্ট্রিক্যাল অ্যানথ্রাসাইট কারখানা, যার আনুমানিক ব্যয় প্রায় ৯১ কোটি টাকা। বার্ষিক ৬০০০০০ টন কোলতার উৎপাদন করবে এই কারখানা। এবং পুরানো কার্বন পেস্ট কারখানা পুনর্গঠন প্রকল্প। আজ এই দুটি কারখানার গড়ে তোলার শুনানি হয় উপস্থিত ছিলেন এটিএম বৈভব চৌধুরী এবং পরিবেশ দপ্তরের আধিকারিক শিশির মন্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
তবে এলাকার মানুষ শেখ মৈনুদ্দিন অভিযোগ করে বলেন এই শুনানিতে স্থানীয় মানুষদের ডাকা হয়নি হলদিয়া বিধানসভার বাইরে কয়েকটি সংস্থাকে আনা হয়েছিল সে নিয়েও প্রকাশ করলেন এলাকার মানুষজন। এই কারখানাতে মহিলাদের কোন কর্মসংস্থান থাকছেন না। তবে কারখানাটি তৈরি হলে প্রায় ৩০০ জন শ্রমিকের সরাসরি কাজে নিয়োগ হবে ।