গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে সমস্যার সম্মুখীন হল একটি ট্রলার । পূর্ব মেদিনীপুর জেলার দিঘা মোহনা থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে আটকে থাকলো একটি ট্রলার ।সমস্যার কবলে পড়া এই ট্রলারটিতে বারো জন মৎস্যজীবী রয়েছেন বলে জানা গেছে।
দিঘা মোহনা সুত্রে জানা গেছে গতকাল সন্ধ্যায় মা রক্ষাকরী নামে ট্রলারটি মাঝ সমুদ্রে বিকল হয়ে যায়।ওই ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার কারণে আটকে রয়েছে বলে এডিএফ মেরিনের তরফেও সাংবাদিকদের জানানো ফয়েছে। ওই ট্রলারটিতে খাবার ও জল পর্যাপ্ত পরিমাণ পাঠানো হয়েছে বলে এডি এফ মেরিন জয়ন্ত কুমার প্রধান জানিয়েছেন ।এই মুহূর্তে দিঘা মোহনা থেকে অপর একটি ট্রলারের মাধ্যমে মৎস্যজীবীদের উদ্ধারের জন্য তৎপরতা শুরু হয়েছে বলে জানা গেছে।
Author: ekhansangbad
Post Views: ৫৭