কাঁথি পৌরসভার স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে কাঁথি পৌর সুস্বাস্থ্য কেন্দ্র ইউ পি এইচ সি ২ তে অল্প বয়সী মায়েদের মধ্যে এবং কাঁথি মুসলিম গার্লস হাই স্কুলে ছাত্রীদের মধ্যে বাল্যবিবাহ রোধে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। বয়সন্ধিকালীন মাতৃত্ব প্রতিরোধ পক্ষকাল উদযাপন উপলক্ষে বাল্যবিবাহ সচেতনতা শিবির হলো। “জীবনে ‘সময় ‘অনেক কিছু শেখায়, কিন্তু’ সময় মতো’ শেখায় না। এই সময় মত কথাটির গুরুত্ব বুঝিয়ে ছাত্র-ছাত্রীদের জীবনে পড়াশোনা এবং তাদের নিজেদের পায়ে দাঁড়ানোর একান্ত প্রয়োজনীয়তা র গুরুত্ব ছাত্রীদের মধ্যে তুলে ধরেন। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে স্থির সংকল্প থাকার প্রয়োজনীয়তা উল্লেখ করে মনোগ্রাহী বক্তব্য রাখেন কাঁথি পৌরসভার মেডিকেল অফিসার ডাঃ অনুতোষ পট্টনায়ক। ছাত্রীদের জীবনের লক্ষ্যে পৌঁছানোর পথে প্রধান বাধা এখন মোবাইল এবং টিভি। এগুলির কুপ্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সতর্ক করেন। এছাড়া বাল্যবিবাহের কুফল এবং একুশের আগে গর্ভধারণের নানান সমস্যার কথা তুলে ধরেন পৌরসভার হেলথ অফিসার ডক্টর প্রিয়তোষ দাস এবং পি এইচ এন শ্রীমতি মিতালী ঘোড়াই।
এই সেমিনারে আশা দিদি, এএনএম দিদিদের সঙ্গে উপস্থিত ছিলেন স্কুলের সমস্ত শিক্ষিকারাও।নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার উদ্যোগে এই কর্মসূচি পক্ষকাল ব্যাপী চলবে বলে জানিয়েছেন ডাক্তার অনুতোষ পট্টনায়ক। নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা ডাক্তার পট্টনায়ক কে একটি সচেতনতামূলক থিম সং ও একটি নাটক রচনার দায়িত্ব দিয়েছে।ডাক্তারবাবু সংগীত সম্পূর্ণ করেছেন। নাটক প্রস্তুত চলছে বলে জানিয়েছেন ডাক্তার নিজে।

