হলদিয়ার সমবায় নির্বাচনে সবকটি আসন পেল বামসমর্থকরা । হলদিয়া কনজিউমার্স কো- অপারেটিভ নির্বাচনে নিরঙ্কুশ ভাবে জয় লাভ করল সিপিএম ।
এই সমবায়ের মোট আসন – ১২,বামেরা পেয়েছে ১২টা।তৃণমূল ও বিজেপি প্রার্থী দিতে পারল না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বাম প্রার্থীরা।
বাম কর্মীদের কটাক্ষ , ২০১৫ সালে সন্ত্রাস করে বাম প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য করে, তৃণমূল জয়ী হয়েছিল।
হলদিয়া কনজিউমার্স কো-অপারেটিভ নির্বাচন আগামী ২রা মার্চ। ২৭ এবং ২৮ জানুয়ারী ছিল নমিনেশন তোলা এবং জমা দেওয়ার শেষ দিন। ২৯ এবং ৩০শে জানুয়ারি স্কুটনি ও মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। তৃণমূল, বিজেপি কোন মনোনয়ন জমা দিতে পারেনি। বামেরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১২ টি আসনে জয়ী হল।
সিপিএমের সদস্য পরিতোষ পট্টনায়ক বলেন, “তৃণমূল জোর করে আগেরবার সমবায়ের বোর্ড দখল করেছিল। গণতান্ত্রিক উপায়ে নির্বাচনে জিততে পারবে না জেনেই প্রার্থী দিতে পারেনি এবার। আর বিজেপি বিশ্বাসযোগ্যতার জায়গা হারিয়েছে। তাই বিজেপির হয়ে কেউ প্রার্থী হতে চাননি। আমাদের ১৪ জনের মধ্যে অতিরিক্ত দুই প্রার্থী নির্ধারিত সূচি মেনেই তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন।” একইসঙ্গে তিনি বলেন, আগামী ছাব্বিশের নির্বাচনে হলদিয়ার মানুষ বিজেপি ও তৃণমূলকে জবাব দিতে প্রস্তুত।

