‘পথ নিরাপত্তা সপ্তাহ’ এর অঙ্গ হিসাবে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে চতুর্থ দিনে হেঁড়িয়া তে বোগা বাসস্ট্যান্ড থেকে মাধাখালী বাসস্ট্যান্ড পর্যন্ত ট্যাবলোর মধ্য দিয়ে এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়।
পাঁশকুড়া থানা এলাকার পাঁশকুড়া বাজারে বার্লে বাড় হাইস্কুলের ছাত্র -ছাত্রীদের নিয়ে ট্যাবলো ও বাউল গানের মধ্য দিয়ে এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়।
মন্দারমণি কোস্টাল থানা এলাকায় গাড়িচালক বন্ধুদের পথ নিরাপত্তার বিষয়ে সচেতেন করা হয়।
কোলাঘাট থানা এলাকায় গাড়ি মালিক সহ চালক বন্ধুদের নিয়ে হলদিয়া মোড়ে এক বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে সচেতেন করা হয়।
এগরা থানা এলাকায় ট্যাবলো সহযোগে দীঘা মোড় থেকে ত্রিকোণ মোড় পর্যন্ত এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়।
চন্ডিপুর থানা এলাকায় ফ্লেক্স ব্যানার সহ পদযাত্রার মাধ্যমে সাধারণ মানুষদের পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা করা হয়।
এছাড়াও হলদিয়া থানা ও ট্রাফিক এর যৌথ উদ্যোগে চিরঞ্জীবপুর ও রানিচক এলাকায় নিয়ে ট্যাবলো নিয়ে বাউল গানের মধ্য দিয়ে পথ নিরাপত্তার বিষয়ে সচেতেন করা হয়।

