কাঁথি ৩ ব্লকের ভাঁইটগড় এ কে হাইস্কুলে নবীন বরণ উৎসব ও সবুজ সাথীর সাইকেল বিতরণ হলো। এই অনুষ্ঠানের সূচনা করলেন কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ, উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্যা মিতারানী সাউ, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সমরেশ দাস, কানাইদিঘী গ্রাম পঞ্চায়েত প্রধান উমা রানী ভঞ্জ গিরি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহিন মেইকাপ সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও অন্যান্য ব্যক্তিবর্গ ।
এই অনুষ্ঠানে নবীনদের চন্দনের ফোঁটা এবং গোলাপের বুকে দিয়ে বরণ করে নেওয়া হয়।নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের হাতে সাইকেল তুলে দেওয়া হয়। বিকাশ বাবু সকল ছাত্র-ছাত্রীদের শিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।


Author: ekhansangbad
Post Views: ১৪