পূর্ব মেদিনীপুর জেলার মনীষীদের আদর্শ তুলে ধরতে অভিনব উদ্যোগে ১৫ জন মণীষীর আবক্ষ মূর্তির প্রতিষ্ঠা করল পটাশপুর-২ ব্লকের চক্ রসুল ‘ইন্দ্রনারায়ণ শিক্ষা নিকেতন (উঃ মাঃ) এর কর্তৃপক্ষ। বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৫ জন মনীষীর মর্মর মূর্তি উন্মোচন হলো। শুক্রবার শুরুতে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ‘ইটাবেড়িয়া বাস স্ট্যান্ড থেকে উদ্বোধক কাঁথি রামকৃষ্ণ মঠ ও মিশন,সেবা প্রতিষ্ঠানের অধ্যক্ষ স্বামী মায়াধীশানন্দ জী মহারাজকে বরণ করে নিয়ে আসা হয় উৎসব প্রাঙ্গনে। এরপর বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন এদিনের উদ্বোধক। বিদ্যালয়ের প্রশাসক খুকুরানি দাসসহ বিদ্যালয়ের পতাকা উত্তোলনের পর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন স্বামী মায়াধীশানন্দজী মহারাজ। পৌরোহিত্য করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপ মাইতি। সম্মানীয় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রশাসক খুকু রানী দাস সাহু, পটাশপুর-২ বিডিও শঙ্খ ঘটক, পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি, কন্টাই প্রেস ক্লাবের সম্পাদক পরিতোষ মন্ডল, প্রাক্তন শিক্ষক ও বিশিষ্ট সাহিত্যিক মন্মথনাথ দাস, কবি দেবাশীষ প্রধান, দীপক হোতা, এস মহিউদ্দিন সহ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন শিক্ষক শিক্ষিকা, প্রাক্তন ছাত্র-ছাত্রী ও শুভানুধ্যায়ী প্রমুখ। উদ্বোধক তাঁর বক্তব্যে বলেন স্বামীজি দেবতা হতে চাননি। তিনি চেয়েছিলেন দেবতা তৈরি করতে। কিন্তু আমরা তাকে দেবতা বানিয়েছি। প্রদীপ প্রজ্জ্বলনের মাহাত্ম্য তুলে ধরে ছাত্র ছাত্রীদের জীবনে মনীষীদের জীবন চর্চার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে ভবিষ্যৎ জীবন গড়র ক্ষেত্রে অনুপ্রাণিত হওয়ার জন্য আহ্বান জানান।

এই নিয়ে সুন্দর বক্তব্য ছাত্র-ছাত্রীদের মুগ্ধ করেন। বক্তব্যের পর একসঙ্গে ভারতীয় মনীষী রবীন্দ্রনাথ, রামকৃষ্ণ, নেতাজী, রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, বিদ্যাসাগর, ক্ষুদিরাম, জগদীশচন্দ্র বসু, কাজী নজরুল ইসলাম, বি আর আম্বেদকর, শ্রীনিবাসন রামানুজন, প্রাক্তন রাষ্ট্রপতি ড. এ পি জে আবুল কালাম, ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন মহারাজ। মূর্তি উন্মোচনের পর ছাত্র ছাত্রীরা সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানর পরিবেশনের মাধ্যমে বিদ্যালয় আঙ্গিনাকে আনন্দমুখর করে তোলে। সাবলীল বক্তব্যে স্বাগত জানান সহ শিক্ষক দিলীপ জানা। ভারত আত্মার মনীষীদের আত্মগরিমার ঐতিহ্যকে আঁকড়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে আদর্শের ঐতিহ্যকে প্রসারিত করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তিনি এও বলেন শিক্ষক-শিক্ষিকা ও শুভানুধ্যায়ীদের অর্থানুকূল্যে এই মর্মর মূর্তি স্থাপিত হলো। এই অনুষ্ঠানে ৬ জন কৃতি ছাত্র-ছাত্রীকে বিবেকানন্দ সমগ্র দিয়ে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ শিক্ষক অরুন মন্ডল ও অমল রাউত।

