কাঁথি শহরে আঠিলাগড়িতে মন্দিরে হেমঘট সহ সমস্ত জিনিসপত্র লুট হয়ে যাওয়ার পর শুক্রবার মহাঘটা করে দেবীর প্রাণ প্রতিষ্ঠা করলেন মন্দির কর্তৃপক্ষ। শুক্রবার সকাল থেকে পূজা, হোম, আরতি সহ বিভিন্ন মাঙ্গলিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে শ্রী শ্রী মা বিপত্তারিণীর মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হল। এই অনুষ্ঠানকে ঘিরে এলাকায় বহু বাসিন্দা এসে জড়ো হয়। মায়ের প্রাণ প্রতিষ্ঠার পর মহাসমারোহে ভোগ বিতরণ করা হয় উপস্থিত ভক্ত মন্ডলীর মধ্যে। এই মন্দিরের সেবায়ীত সঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন গত ১৮ জানুয়ারি গভীর রাতে মন্দিরের তালা ভেঙে হেমঘট সহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় দুষ্কৃতকারীরা।
এদিন মন্দির পরিদর্শনে এসেছিলেন প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী, বিধায়ক অরূপ কুমার দাস, সুমিতা সিনহা সহ অন্যান্য ব্যক্তিবর্গ। সেদিনের প্রতিশ্রুতি মতো প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারীর স্ত্রী সুতপা অধিকারী ও কন্যা দীপান্বিতা অধিকারীর নামে মায়ের মূর্তি দান করেন। পাশাপাশি এলাকার বাসিন্দাদের সহযোগিতায় শুক্রবার মন্দির প্রতিষ্ঠা ও মায়ের প্রাণ প্রতিষ্ঠা হল। এর জন্য এলাকাবাসীকে অভিনন্দন জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ।

