মাঝে মাত্র আর একটা দিন, ৩ ফেব্রুয়ারি সোমবার সরস্বতী পুজো। সারা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বিভিন্ন স্কুল কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান সহ বাড়িতে বাড়িতে সরস্বতী পুজোয় মেতে উঠবেন সাধারণ বাঙালি। সাধারণত সরস্বতী পুজোর সময়। প্রতিমা শিল্পীদের কাছ থেকে প্রতিমা নিয়ে এসে পুজো হয়। তবে এবার উল্টো ছবি পূর্ব মেদিনীপুর জেলার এগরা পূর্ব চক্রের বাথুয়াড়ী আদর্শ বিদ্যাপীঠে। এই স্কুলের পুজোতে এ বার থেকে প্রতিমা শিল্পীর কাছ থেকে নিয়ে আসা হচ্ছে না সরস্বতী প্রতিমা। স্কুলের ছাত্র-ছাত্রী এবং শিক্ষকেরা মিলেই তৈরি করছে এবারের পূজোর প্রতিমা।
স্কুলে সরস্বতী পুজো মানেই ছাত্র-ছাত্রীদের মনে বাড়তি উদ্যম কাজ করে। স্কুলের সরস্বতী পূজোয় ছাত্র-ছাত্রীদের পাশাপাশি শিক্ষকেরা যুক্ত হন। পুজোর বাজার থেকে শুরু করে অঞ্জলি দেওয়া সবেতেই স্কুলের শিক্ষক ও ছাত্র ছাত্রীদের মেলবন্ধন দেখা যায়। সরস্বতী পুজোর সময় পঠন পাসনের পাশাপাশি পুজোর নানা দায়িত্ব নেয় ছাত্রছাত্রীরা।। ফলে পুজোর আগে থেকেই স্কুলে স্কুলে একটা সরস্বতী পূজো নিয়ে খুশির জোয়ার থাকে। তবে পূর্ব মেদনীপুর জেলার এগরার বাথুয়াড়ী আদর্শ বিদ্যাপীঠে এবার সরস্বতী পুজো অত্যন্ত আনন্দদায়ক হয়ে উঠেছে। কারণ শিক্ষক ও ছাত্রছাত্রীরা মিলেই তৈরি করছে সরস্বতী প্রতিমা।
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক সৌমেন কুমার জানা জানান, স্কুলে সরস্বতী পূজোর প্রতিমা নিজেরাই তৈরি করার বিষয়ে প্রথমে জানান কম্পিউটারের শিক্ষক উত্তম পাত্র । তিনি শিল্পী মানুষ। আর এই উদ্যমকে এগিয়ে দিতেই এবার স্কুলেই তৈরি হচ্ছে প্রতিমা। ফলে এবারের সরস্বতী পুজো স্কুলে আর একদিনের জন্য নয়। পুরো একমাস জুড়ে তাই সাজো সাজো রব। প্রতিদিন টিফিন ও ছুটির পর ছাত্র-ছাত্রী এবং শিক্ষকেরা মিলে তৈরি করা হচ্ছে প্রতিমা। সেই প্রতিমা এবার বিদ্যালয়ে পূজিত হবেন।’

