পূর্ব মেদিনীপুর জেলায় পথ নিরাপত্তা সপ্তাহ পালন কর্মসূচী শুক্রবার শেষ হল । এই উপোলক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ লাইনে এসে জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী বলেন পূর্ব মেদিনীপুর জেলায় গত বছরের তুলনায় এ বছর পথদুর্ঘটনায় মৃত্যুর হার কমলেও মোটরসাইকেল চালকদের বেপরোয়া ভাবে মোটরসাইকেল চালানোর প্রবনতা কমেনি। এই আচরনের কড়া ভাষায় নিন্দা করেন তিনি । বলেনকড়া অনুশাসন দরকার।
বেশ কিছু যুবক মাথায় হেলমেট না পরে মোটরসাইকেল নিয়ে স্ট্যান্ডবাজি করে বলে অভিযোগ করেন জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য।তিনি বলেন ওইসব মোটর সাইকেল চালকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে তাদের লাইসেন্স বাতিল করতে হবে। মোটরসাইকেল সিজ করা হবে।
পাশাপাশি এদিন নুতন লাইসেন্স প্রাপকদের আবেদনপত্র জমা নেওয়া হয়। সারা বছর ধরে পূর্ব মেদিনীপুর জেলায় চারটি মহকুমায় চার চাকা এবং মোটরসাইকেলের নুতন লাইসেন্স করার আবেদন জমা নেওয়া হবে। জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে পথ দুর্ঘটনায় মৃত্যুর হার কিছুটা হলেও কমেছে। পূর্ব মেদিনীপুর জেলার গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র দিঘা মান্দারমনি সহ একাধিক জায়গা যেমন রয়েছে তেমনি রয়েছে হলদিয়া শিল্পাঞ্চল। জেলায় একদিকে যেমন রয়েছে একাধিক রাজ্য সড়ক অন্যদিকে রয়েছে দীর্ঘ জাতীয় সড়ক। ফলে পথ নিরাপত্তা সপ্তাহ পালনের মধ্য দিয়ে জেলার মানুষকে সচেতন করা হয় যাতে করে নিয়ম মেনে সবাই গাড়ি চালায়। তার ফলে দুর্ঘটনা একদিকে যেমন কমবে মৃত্যুর সংখ্যাও কমবে।

