কাঁথি শহরে কিশোরনগর সুস্বাস্থ্য কেন্দ্র ইউ পি এইচ সি টু এবং লায়ন্স ক্লাব অফ কন্টাই এর যৌথ উদ্যোগে কাঁথি কিশোরনগর প্রাইমারি স্কুলে ছাত্র-ছাত্রীদের গুলেন বারি সিনড্রোম রোগটা কি এবং সেই রোগকে প্রতিহত করার উপায় কি বিষয়ে আলোচনা হয়। প্রতিহত করতে বিশুদ্ধ পানীয় জল পান করা এবং যেকোনো খাওয়ার আগে ভালো করে হাত ধোয়ার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন পৌরসভার মেডিকেল অফিসার ডাঃ অনুতোষ পট্টনায়ক। কি করে হাত ধুতে হয় হাতে কলমে ছাত্র-ছাত্রীদের দেখান কাঁথি পৌর হাসপাতাল ইউপি এইচ সি টু এর নার্সিং কর্মীবৃন্দ।
শিবিরে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ কন্টাইর প্রেসিডেন্ট শান্তনু গির, সেক্রেটারি অশোক সাহু, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কাঁথি পৌরসভার ইউ পি এইচ সি টু এর নার্স কর্মীবৃন্দ এবং ডাঃ মনোতোষ পট্টনায়ক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।


Author: ekhansangbad
Post Views: ৬০