পূর্ব মেদিনীপুরের দেশপ্রান ব্লকের স্বেচ্ছাসেবী সংগঠন কাজলা জনকল্যাণ সমিতি পরিচালিত কুলতলিয়া বিবেকানন্দ উন্নয়ন কেন্দ্রের সঙ্গে যুক্ত ৫ টি গুচ্ছ সমিতির পরিচালনায় মুকুন্দপুর ভুপেন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে বিকাল ৩ টায় গুচ্ছ সমিতির বার্ষিক সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ৮৪ টি দলের ও ৯০৫ জন সদস্যা যুক্ত রয়েছে। উক্ত অনুষ্ঠানে দল ও ক্লাস্টার শক্তিশালী করন ও বালাবিবাহের কুফল নিয়ে আলোচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে সম্পদ ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন দেশপ্রান পঞ্চায়েত সমিতির সভাপতি অমলেন্দু জানা, কাজলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক স্বপন পন্ডা,ক্লাস্টার নেত্রী সবিতা মাইতি, মনি দাস, প্রমুখ।
সাধারণ সম্পাদক স্বপন পন্ডা পরিবেশ ও সমাজকে সুঃস্হ রাখার জন্য গাছ লাগানো,জল অপচয় রোধ,অল্প বয়সে বিয়ে ও মাতৃত্বের কুফল নিয়ে আলোচনা করা হয়।
৫ জন দুঃস্থ ছাত্র ও ছাত্রীদের বই দেওয়া হয়, ৫ জন দুঃস্থ মহিলাকে উপহার হিসাবে কম্বল বিতরণ করা হয়। মহিলাদের বাষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
কাজলা জনকল্যাণ সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন মঞ্জুশ্রী মাইতি ,লীলা দে,মৌটূসী জানা ও কুলতলিয়া ইউনিটের কর্মীবৃন্দ।সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক অঞ্জন দাস।

