৭৬ তম প্রজাতন্ত্র দিবসে স্কুলগুলির সুসজ্জিত শোভাযাত্রার উপর প্রতিযোগিতার আয়োজন করেছিল রোটারি ক্লাব অফ কন্টাই। এই প্রতিযোগিতা সুভাষিনী মেমোরিয়াল ট্রাষ্ট ও কন্টাই পাবলিক স্কুলের সৌজন্যে এবং ইনার হুইল ক্লাবের সহযোগিতায় হয়। প্রাথমিক এবং হাই স্কুল গুলির মধ্যে এই প্রতিযোগিতা হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের শনিবার বিকালে বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে সুদৃশ্য ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়। প্রাথমিক এবং নার্সারি স্কুলের মধ্যে প্রথম স্থান অধিকার করে কন্টাই মডেল ইনস্টিটিউট এর প্রাথমিক বিভাগ, দ্বিতীয় স্থান অধিকার করে ব্রাহ্ম বালিকা বিদ্যালয় এর প্রাথমিক বিভাগ, তৃতীয় স্থান অধিকার করে নিউ কন্টাইন নার্সারি স্কুল। হাইস্কুল গুলির মধ্যে প্রথম স্থান অধিকার করে ব্রাহ্ম বালিকা বিদ্যালয়, দ্বিতীয়, কন্টাই মডেল ইনস্টিটিউশন, তৃতীয়, হিন্দু বালিকা বিদ্যালয়।
শনিবার আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে। উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ কন্টাইর সভাপতি সুতনু পতি,সম্পাদক নির্মল বেরা, কন্টাই পাবলিক স্কুলের অধ্যক্ষ সমরেন্দ্রনাথ দাস,বিনা মাইতি, পুলক মাইতি, শান্তিময় জানা, কৃষ্ণেন্দু মাইতি, বিদ্যুৎ নন্দ, সুজিত মাইতি, জয়দেব মুন্দ্রা প্রমুখ। এই প্রতিযোগিতার কনভেনার ছিলেন গৌতম রায়। এদিন তিনি সভা পরিচালনা করেন। প্রতিযোগিতায় বিচারকদের মধ্যে ছিলেন সুদীপ মাইতি, অভিষেক নন্দী, সুকুমার প্রধান, পরেশ সিংহ রায়, অসীমা গুড়িয়া। এই দিন ক্লাবের পক্ষ থেকে বিদ্যালয়গুলির সরস্বতী পূজার পরিবেশ পরিমন্ডল, শব্দ সংযোজন এবং নিয়মানুবর্তিতার উপর প্রতিযোগিতার কথা ঘোষণা করা হয়। পূজোর দিন বিচারক মন্ডলী বিদ্যালয় গুলিতে গিয়ে বিচার করবেন। পাশাপাশি আগামী বর্ষে স্বাধীনতা ও প্রজাতন্ত্র দিবসে এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে জানিয়েছেন ক্লাব সভাপতি সুতনু পতি।

