ঐতিহ্যমণ্ডিত কাঁথি মডেল ইনস্টিটিউশন-এর প্রধান করণিক শ্রী দেবাশীষ পাহাড়ি, তাঁর ২৭ বছরের কর্মজীবন থেকে গত ৩১ জানুয়ারি অবসর গ্রহণ করলেন। এই উপলক্ষ্যে শনিবার বিদ্যালয়ের সভাকক্ষে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার পয়ড়্যা। বিশিষ্ট অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালন কমিটির অভিভাবক সদস্য অরিন্দম সিনহা ও উৎপলেন্দু মাইতি, শিক্ষাকর্মী প্রতিনিধি বিবেক মণ্ডল,শিক্ষক প্রতিনিধি গৌতম কুমার পাত্র এবং প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক সুনীল কুমার মহতা।
বিদায়ী করণিক তথা কাঁথি পৌরসভার কাউন্সিলার দেবাশীষ বাবু বিদায়ী ভাষণে বিদ্যালযের শ্রীবৃদ্ধি কামনা করে ছাত্রদের ওপর বিদ্যালয়ের মান অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান। শিক্ষিকা সোমা সিনহা,দীপক প্রামাণিক প্রমুখ তাঁদের স্মৃতিচারণে করণিক হিসেবে বিদ্যালয়ের দায়িত্ব পালনের পাশাপাশি বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন ও তহবিল সংগ্রহ সহ সরস্বতী পূজায় বিদ্যালয় প্রাঙ্গণ সজ্জায় ছাত্রদের পরিচালনার ক্ষেত্রে দেবাশীষবাবুর সবিশেষ উল্লেখযোগ্য অবদানের কথা তুলে ধরেন।সদালাপী দেবাশীষ বাবু তাঁর অমায়িক ব্যবহার ও পরোপকারী মনোভাবের জন্য সকলের প্রিয়পাত্র ছিলেন। ছাত্রদের তরফ থেকে অষ্টম শ্রেণির ছাত্র ঋষিরাজ মাইতি ও দেবার্ঘ্য দে যথাক্রমে সঙ্গীত পরিবেশন ও ভায়োলিন বাদনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে । ছাত্র, শিক্ষক ও শিক্ষাকর্মীদের পক্ষ থেকে বিদায়ী করনিকের হাতে শ্রদ্ধাঞ্জলি সহ নানান স্মারক উপহার তুলে দেওয়া হয়।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্টাফ কাউন্সিলের সম্পাদক শ্রীনিবাস জানা ও বাংলা বিভাগের শিক্ষক সুশান্ত কুমার ঘোষ।

