প্রদীপ কুমার মাইতি:-স্বামী বিবেকানন্দ বলেছিলেন নিজের ধর্মের প্রতি তুমি আস্থাশীল হবে, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হবে। রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার রেল শহর খড়্গপুরের গোপালি আশ্রমে গো মাতার পুজোতে এসে এমনটাই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, স্বামীজি শিখিয়েছেন, গর্ব করে বলো তুমি হিন্দু, তা যেন আমরা মনেপ্রাণে বজায় রাখতে পারি। সাথে সাথে স্বামী বিবেকানন্দ এটাও শিখিয়েছেন,যে নিজের ধর্মের প্রতি তুমি আস্থাশীল হবে, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হবে।আমরা সবাই সনাতনীদের ভুমি, ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী যিনি হিন্দুদের বাংলা দিয়ে গেছেন, সেখানে যেন আমরা সনাতনী এবং গেরুয়ার ধবজ কে সবার উপরে রাখতে পারি এটাই আমি প্রার্থনা করি। এছাড়াও এদিন গোপালি আশ্রমের গো মাতার পূজনে উপস্থিত ছিলেন খড়গপুর সদরের বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিজেপির নেতৃত্বরা।