Select Language

[gtranslate]
২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাস্তা মানুষ চলাচলের অযোগ্য,পথ অবরোধ পড়ুয়াদের

একটু বর্ষাতেই কাদায় ভরছে রাস্তা,মানুষ চলাচলের অযোগ্য হয়ে যাচ্ছে।এর প্রতিবাদে আন্দোলনে নামলো পড়ুয়ারা।

পূর্ব মেদিনীপুর জেলার
পটাশপুর ২নম্বর ব্লকের খার গ্রাম পঞ্চায়েত এলাকার কাদা রাস্তা হওয়ার কারণে গ্রামবাসী তথা স্কুল পড়ুয়ারা দিনে দিনে ভোগান্তির শিকার তার প্রতিবাদে স্কুল শিক্ষক সহ ছাত্রছাত্রীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো



ভারত স্বাধীনের ৭৫ বছর পূর্তি হলেও মানধাতা আমলের সেই মাটির রাস্তা এখনো থেকে গেছে পটাশপুর এলাকায় রাজনৈতিক বাবুরা গাল ভরা মঞ্চে দাঁড়িয়ে ভুরি ভুরি মিথ্যা কথা বললেও তা হাতে নাতে যে প্রমাণ হয় তা বৃষ্টির মৌসুম মেলে দেখা যায় ভোট এলে ধাপ্পাবাজ রাজনৈতিক নেতারা তারা মিষ্টি প্রতিশ্রুতি দেয় বাড়ি বাড়ি গিয়ে রাস্তা হবে জলের কল হবে বিদ্যুৎ হবে পুরনো কাঠেরপুল পাকা হবে। ভোট চলে যাওয়ার পরে এই ভোট ব্যবসায়ীদের টিকিটি ও পর্যন্ত পাওয়া যায় না। ফলস্বরূপ ভুকতে হয় সাধারণ মানুষকে গরমে দাঁড়িয়ে যারা ভোট দেন তারা এবার হাড়ে হাড়ে বুঝতে পারছেন রাজনৈতিক নেতাদের ভোট দেওয়ার পর উন্নয়নের নামে তারা কিভাবে মানুষকে ঠকায়।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read