একদিন আগে ছেলে আর পরের দিন মা আত্মঘাতি হওয়ার জেরে চাঞ্চল্য ছড়ালো নন্দীগ্রাম জুড়ে ।
স্থানীয়দের সুত্রে জানা গেছে মানসিক অশান্তির জেরে শনিবার ছেলে আর পুত্রশোকে রবিবারে মা আত্মঘাতি হল ।
মৃতরা নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের ঘোল পুকুরে।এখানেই শনিবার আত্মঘাতি হয়েছিলো ছেলে ।এরপরেই মাকে তার বাপের বাড়ির লোকেরা নিয়ে চলে যায়। নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের রঙ্কিনীপুরে পুত্রশোক ভুলতে না পেরে আত্মঘাতি হয় মা। ময়নাতদন্তের জন্য নন্দীগ্রাম থানার পুলিশ মৃতদেহ তমলুক জেলা হাসপাতালে পাঠিয়েছে।তবে পর পর দুটি মৃত্যুর কারণ সেভাবে এখনো স্পষ্ট জানা যায়নি।এলাকা জুড়ে শোকের ছায়া।
Author: ekhansangbad
Post Views: ৭৭