মঙ্গলবার ধূপগুড়ি ফুটবল মাঠে আগামী ২১ জুলাইয়ের সমাবেশের প্রস্তুতি সভা করতে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন এই রাজ্যের সাধারন মানুষ তৃনমূলকেই চায় ।একই সাথে অভিষেকের দাবি সাধারন মানুষের কাছে পৌঁছাতে অক্ষম স্থানীয় নেতাদের একাংশ।
জনসংযোগ আরো দৃঢ় করতে নেতৃত্বদের পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বয়সে মানুষের কাছে যেতে পারলে, তৃণমূলের কোনও নেতা এত কেউকেটা হননি, যে যেতে পারবেন না! চার চাকায় নয়, বাইকে ঘুরুন, সাইকেলে ঘুরুন।
বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন , যাঁরা উত্তরবঙ্গ উত্তরবঙ্গ বলে বাংলাকে ভাগ করতে চায়, চ্যালেঞ্জ করছি, মমতা যত দিন থাকবেন, রাজ্য ভাগ করার সাহস পাবেন না।বলেন, তৃণমূল ভোটের পাখি নয়। আমি আগেই বলেছিলাম, বহিরাগতরা আসে, যায়। ভোটের পর দেড় বছর কেটে গিয়েছে। যাঁরা ডেলি প্যাসেঞ্জারি করছিলেন, তাঁরা আর নেই। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তৃণমূলকে আনন্দে পাবেন না। যখন দরকার হবে, আমরা পৌঁছে যাব। সেই কথাই সত্যি হল।