বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়লো সৈকত শহর দিঘার রাস্তায়।তবে শুধু দিঘা নয়,পূর্ব মেদিনীপুর জেলার মান্দারমনি,শঙ্করপুর ,তাজপুরে ব্যাপক জলোচ্ছ্বাস হয়।বুধবার পূর্ণিমার কোটালের টানে জলোচ্ছ্বাস হয়। দিঘাতে গাড়োয়াল টোপকে জল মেরিন ড্রাইভে ডুকে পড়ে। জানা গেছে ১০ থেকে ১৫ ফিট উচ্চতার ঢেউ গাড়োয়াল টপকে ডুকছে। রাস্তার উপর জল জমে যায়। পর্যটকেরা জলোচ্ছ্বাসের আনন্দে মেতে উঠেছে। অপরদিকে জ্যামড়া শ্যামপুর, তাজপুর শংকরপুরে বেশ কিছু গ্রাম্য এলাকায় জল ঢুকেছে।
বড় বড় জলোচ্ছ্বাসের প্রাকৃতিক আনন্দ নিতে গিয়ে যাতে পর্যটকেরা কোন বিপদে না পড়ে তার জন্যে প্রশাসন কড়া নজরদারি রেখেছে।উত্তাল সমুদ্রের ব্যাপক জলোচ্ছ্বাসে ধেয়ে আসা ঢেউয়ের স্রোতে ভাসছে সৈকত সরণি।তাতেই স্নানে মেতেছেন পর্যটকেরা। কড়া নজরদারি রয়েছে নুলিয়া ও পুলিশের।
Author: ekhansangbad
Post Views: ৮৭