রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিজের জেলাতেই বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এলো ।চরম কোন্দলের জেরে খোদ বিধায়কের অফিসে তালা লাগালো কর্মীরা।
জানা গেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ২ব্লকের ভগবানপুর বিধানসভা এলাকায় বিজেপির পূর্ব মন্ডলের কমিটির তালিকা প্রকাশ হতেই ক্ষোভ সৃষ্টি হয় দলের অন্যান্য কার্যকর্তাদের মধ্যে । আর সেই ক্ষোভ গিয়ে আছড়ে পড়ে স্বয়ং বিজেপি বিধায়ক এর অফিসে। এমনকি বিক্ষোভ দেখাতে শুরু করে তাঁরা।যে কারনে বিজেপির বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির অফিসে তালা ঝুলিয়ে দেয় বিজেপির ই কর্মী সমর্থক সহ কার্যকর্তারা।
তাঁদের অভিযোগ ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি তৃণমূলকে লড়াইয়ের মাঠ ছেড়ে দিতেই একটা অযোগ্য কমিটি তৈরি করে। যে কমিটি মানতে নারাজ বিজেপির কার্যকর্তারা। আর সে কারনেই ক্ষোভে বিধায়ক এর অফিসে তালা ঝুলিয়ে দেয় বিজেপির কার্যকর্তারা।