অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরামের চেয়ারম্যান তথা মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী রাজ্যপাল জগদীপ ধনকড়কে সাম্প্রদায়িক ব্যক্তি বলে আক্রমন করেন । তিনি বলেন রাজ্যপাল জগদীপ ধনকড় রাজ্য সরকারের সমালোচনা করে বলেছেন পশ্চিমবঙ্গ সরকার একটি সম্প্রদায়কে (মুসলিম) নিয়ে চলছেন। বিধায়ক ইদ্রিস আলী বলেন, রাজ্যপাল ধনকড় বিজেপির সঙ্গে মিশে থেকে পুরোপুরি সাম্প্রদায়িক হয়ে গেছেন। যা অত্যন্ত দূর্ভাগ্যজনক। তিনি আরও বলেন,সাধু সন্ন্যাসীদের নিয়ে রাজভবনে বসে তাদের উত্তোজিত করছেন বিশেষ সম্প্রদায়ের (মুসলিম) বিরুদ্ধে। তিনি আরও বলেন, ধনকড়জীর উচিত, শ্রীলঙ্কার্ প্রধানমন্ত্রীর মতো পদত্যাগ করা এবং সেখানকার রাষ্ট্রপতির মতো রাজভবন ছেড়ে চলে যাওয়া।
Author: ekhansangbad
Post Views: ৮৮