শাসক দলের ব্যানার লাগানো হয়েছে খোদ সরকারি অফিসে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের বালিঘাইতে এগরা দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অফিসের ঘটনা। এই অভিযোগ করেছে স্থানীয় এলাকাবাসীরা। অভিযোগ, ‘২১ সে জুলাই ধর্মতলা চলো’ – এই ব্যানার লাগানো হয়েছে সরকারি এগরা দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শকের (এস.আই) অফিসে। সরকারি অফিসের আধিকারিকেরা শাসকদলের ব্যানার গেটের সামনে ঝুলতে দেখেও না দেখার ভান করে চলে যান। এই ঘটনা ঘটছে আকছার। ব্লক প্রশাসনিক অধিকারিকদের এই বিষয়ে কোনো হেলদোল নেই বলে অভিযোগ। এই প্রসঙ্গে এগরা দক্ষিণ চক্রের এস.আই কে ফোনে জিজ্ঞেস করা হলে কোনো সদুত্তর মেলেনি। সেই সঙ্গে এগরা ২ ব্লক প্রশাসনিক অধিকারিকেরা মুখে কুলুপ এঁটেছেন। কিন্তু প্রশ্ন? তাহলে কি শাসক দলের ব্যানার সরকারি অফিসে কি লাগানো থাকবে? – এই প্রশ্নই কিন্তু তুলছে গেরুয়া শিবির। এগরা ২ পশ্চিম মন্ডলের যুব মোর্চার সভাপতি অমলেশ পাহাড়ি জানিয়েছেন, এটা আমার চোখেও পড়েছে। কিন্তু স্বাভাবিক ভাবে তৃণমূলের যে সরকারটা চলছে, তাতে সমস্ত প্রশাসনিক অফিসকে পার্টি অফিসে পরিণত করেছে। এবং সেই যে পার্টি অফিসগুলি চলছে সরকারি প্রশাসনিক অধিকারিকদের আঙ্গুলিহেলনে মধ্যে। এরা সরকারি চাটুকারিতা করতে গিয়ে এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে সাধারণ মানুষের নির্লজ্জতার সীমা লঙ্ঘন করেছেন। এর আগে এগরা ২ব্লকের বিডিও কে তৃণমূলের সভামঞ্চে দেখা গিয়েছে। এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা। অবিলম্বে যদি এগুলো পরিষ্কার না হয় তাহলে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে নামবো। তবে শাসকদলের কাছ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।