Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অসাধু কার্যকলাপ রুখতে ফিল্মিকায়দায় অভিযান বিডিওর

পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লক অফিসের সামনে দীর্ঘদিন ধরেই অসাধুচক্রের আসর বসেছিল। এই চক্র দীর্ঘদিন ধরে সাধারন মানুষদের ফাঁদে ফেলছে, অসৎভাবে উপার্জন করার চেষ্টাও করেছে তাঁরা।
ফরম ফিলাপ করা সহ জমির রেকর্ড পাইয়ে দেওয়ার নামে বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্নভাবে টাকা আত্মসাৎ করছিল বেশ কিছু অসাধু। এছাড়াও ব্লক অফিসের নামে নানান ভাবে টাকা আত্মসাৎ করেছিল ওই সমস্ত অসাধূরা,
যে কারণে এদিন লোক আধিকারিক নিজে থেকেই ফিল্মি কায়দায় অভিযান চালিয়ে হাতেনাতে পাকড়াও করে ওই অসাধু ব্যক্তিদের পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বিডিও বলেন দীর্ঘদিন ধরেই এই অসাধু চক্রের আসর বসেছিল তাই হাতেনাতে পাকড়াও করলাম পুলিশের হাতে তুলে দিয়েছি। এরপর থেকে কোনরকম অসাধুচক্র এখানে বসবে না ।যাদের যা কিছু দরকার সাধারণ মানুষের তারা সরাসরি বিডিও অফিসে এসে যোগাযোগ করবে। এখান থেকেই সমস্ত পরিষেবা পাবে।
প্রসংগত বৃহস্পতিবার নন্দকুমার ব্লকের বিডিও শানু বক্সি নিজেই এলাকায় অভিযান চালায়। দালালচক্র চালানোর সময় হাতেনাতে ওই যুবককে পাকড়াও করে। এরপর অফিসে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদে কথাবার্তা অসঙ্গতি দেখা দিলে পুলিশের হাতে তুলে দেয়। অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে নন্দকুমার থানার পুলিশ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read