পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার সুতাহাটা থানার কুকড়াহাটি গ্রাম পঞ্চায়েতের এরিয়াখালি গ্রাম হুগলি নদীর তীরে অবস্থিত।গতকাল পূর্ণিমা কোটালের জোয়ারে বাঁধ ভেঙে উপচে পড়া জল ঢুকছিল গ্রামের বিভিন্ন এলাকায়।ব্যাপক পরিমান জল ঢুকে পড়ায় মুহূর্তে প্লাবিত হয়েছিল পুরো এলাকা।এর জেরে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল গ্রামে।জল প্লাবিত এলাকার গ্রামবাসীদের অভিযোগ অস্থায়ী বাঁধটির ৪ ভাগের ৩ ভাগ ভেঙে জল ঢুকছে এলাকায়।
বলেন দীর্ঘ ১ বছর ধরে এই অবস্থা চলে আসছে।অভিযোগ সব জেনেও প্রধান নীরব দর্শক।প্লাবিত এলালার মানুষেরা আরো অভিযোগ করেছেন প্রধানকে বারবার জানানো হলেও কোনো ভাবেই গ্রামবাসীরা তার সহযোগিতা পান না।এই পরিস্থিতিতে আজ হলদিয়ার বিধায়িকা তাপসী মন্ডল এলাকা পরিদর্শনে আসেন।মানুষের অভাব অভিযোগ শোনেন।তিনি আশ্বাস দেন বিডিওকে তিনি জানিয়েছেন এলাকার সমস্যার কথা গুলো।বলেন এবার যদি ব্যাবস্থা না নেওয়া হয় তিনি অপরমহলে জানাবেন