Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিনাব্যায়ে চক্ষু পরীক্ষা ও চশমা প্রদান শিবির

শুক্রবার কাজলা জনকল্যাণ সমিতি পরিচালিত দেশপ্রাণ ব্লকের বসন্তিয়া গ্রাম পঞ্চায়েতের কুলতলিয়া গ্রামের শ্যামচক চয়নিকা মহিলা গুপ্ত সমিতির আয়োজনে ও কাজলা জনকল্যাণ সমিতির পরিচালনায়, কলকাতা ভিসান আর এক্স ল্যাব সহযোগিতায় অভিজ্ঞ চিকিৎসক ও অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা শ্যামচক বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়।এই শিবিরে বসন্তিয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম থেকে রোগীরা চক্ষু পরীক্ষা করতে আসেন।প্রায় ২২৫ জন রোগীদেরকে কোভিড বিধি নিয়ম মেনে চক্ষু পরীক্ষা করা হয়। তার মধ্যে ৩৫ জন্ ছানি রোগী পাওয়া যায়। এছাড়া প্রত্যেক রোগীদের যাদের চশমা প্রয়োজন তাদের বিনামূল্যে চশমা প্রদান করা হয়।


এই চক্ষু পরীক্ষা শিবির ভিসান আর এক্স ল্যাব এর ম্যানেজার অনিন্দ্য রায় অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর পক্ষে ছিলেন, চক্ষু বিশেষজ্ঞ ডা: দেবব্রত দাস, , ডা: দেবনাথ ব্যাগ, সুপ্রিয় ধর ও প্রকল্প সহায়ক আলোক মন্ডল প্রমুখ। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বসন্তিয়া গ্রাম পঞ্চায়েতের গ্রাম সদস্য দিপালী গায়েন, শ্যামচক হাই স্কুলের প্রধান শিক্ষক দিলীপ কুমার মাইতি, শিপ্রা চক্রবর্তী প্রধান শিক্ষিকা শ্যামচক প্রাথমিক বিদ্যালয় প্রমূখ।
কাজলা জনকল্যাণ সমিতির পক্ষ থেকে সুপারভাইজার দীপিকা দত্ত, ও সকল কর্মী বন্ধু। সবশেষে অরণ্য সপ্তাহের স্মারক হিসেবে চয়নিকা মহিলা গুচ্ছ সমিতির পক্ষ থেকে সমস্ত অতিথিবৃন্দকে চারা গাছ প্রদান করা হয় ।সমগ্র অনুষ্ঠানটির পরিচালনা করেন চয়নিকা মহিলা গুচ্ছ সমিতির সকল সদস্যবৃন্দ ।গুচ্ছ সমিতির পক্ষে সকলকে ধন্যবাদ জানানো হয়।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read