Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

হলদিয়ায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে উদ্যোগ রাজ্য সরকারের

বড় বড় শিল্পোদ্যোগীরা দেশের প্রায় সকল সুযোগ সুবিধা নিজেদের দখলে রেখেছে।এর ফলে ক্ষুদ্র কিংবা মাঝারি শিল্পের সাথে জড়িত মানুষেরা বঞ্চিত হচ্ছেন।এই অসম ব্যাবস্থার বিলোপ চান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়,দাবি রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্প ও টেক্সটাইল মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর।

হলদিয়া- মার্চেন্ট চেম্বার অফ কমার্স ও ইন্ডাস্ট্রির উদ্যোগে হলদিয়ায় একটি বিলাসবহুল হোটেলে শিল্পাঞ্চলের ভাবমূর্তি নিয়ে “এক কঠিন সময়ে উন্নয়ন ” এর আলোচনা সভা অনুষ্ঠিত হলো।



প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আলোচনা সভার সূচনা হয়। আলোচনা সভার উদ্বোধন করেন রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্প ও টেক্সটাইল মন্ত্রী শ্রীকান্ত মাহাতো ।সেখানেই ক্ষুদ্র ও কুটির শিল্পের সাথে বড় ভারী শিল্পের মেল বন্ধন ঘটানোর কথা বলেন মন্ত্রী।

এই অনুষ্ঠানে মন্ত্রী এছাড়া উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর, হলদিয়া পৌরসভার চেয়ারম্যান সুধাংশু মন্ডল, পূর্ব মেদিনীপুর অতিরিক্ত জেলা শাসক মিস্টার কোলে,অতিরিক্ত পুলিশ সুপার শ্রদ্ধা পান্ডে প্রমুখ।

আলোচনাসভায় বেশ কয়েকটি কারখানার প্রতিনিধি অংশগ্রহণ করেন। দীর্ঘ দুই বছর কোভিড পরিস্থিতির পর শিল্পাঞ্চলে কারখানাগুলি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে কিভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেই বিষয়ের উপর আলোচনা অনুষ্ঠিত হয়।

মন্ত্রী শ্রীকান্ত মাহাতো বলেন, বিভিন্ন শিল্প সংস্থাদের কাছে আবেদন, শুধু ব্যবসা করলে হবে না, এলাকার মানুষের সুবিধা দেখতে হবে। বড় বড় শিল্প সংস্থাগুলি দেশের সমস্ত অধিকার করে রেখেছে ছোট শিল্পপতিদের সুযোগ দিতে হবে।

মুলত বড় ভারী শিল্পের সাথে সাথে শিল্পাঞ্চল হলদিয়ায় যাতে আরো বেশী বেশী করে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের বিকাশ হয় তার উপরে জোর দিয়েছে সরকার

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read