পানীয় জলের সংকটে জেরবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার কিসমৎ শিবরাম নগর দেভোগ অঞ্চলের ২৫৩ নম্বর বুথের বাসিন্দারা।এলাকাবাসীর অভিযোগ তাঁদের এলাকায় পানীয় জলের সমস্যা বহুদিন ধরে চলে আসছে। গ্রামবাসীদের আরো অভিযোগ স্থানীয় পঞ্চায়েত প্রধান সব জেনেও কোন ব্যাবস্থা নিচ্ছেনা।এমনকি যেখানে প্রয়োজন নেই সেখানে জলের কল বসানো হচ্ছে।আর যে টিউবওয়েলের জল পাওয়া যায় সেটা পান করার অযোগ্য।অভিযোগ ফেব্রুয়ারী মাস থেকে এই সমস্যা চলে আসলেও পঞ্চায়েত প্রধান নির্বিকার।
এলাকার তৃণমূল পঞ্চায়েত প্রধান অবশ্য জানান দেভোগ অঞ্চল অনেক বড়। আস্তে আস্তে কাজ চলছে,একসাথে সরকার থেকে সব টাকা পাওয়া যায়না।তাই অপেক্ষা করতে হবে।তার পূর্বে যাতে অসুবিধা না হয়,সেই জন্যে অন্যত্র সাব মার্সিবেল থেকে জলের ব্যাবস্থা করা হয়েছে।
তিবে বিরোধী দল বিজেপি অভিযোগ করেছে তৃণমূল সরকার চরম দুর্নীতিগ্রস্থ,যদি অঞ্চল প্রধান জলের সমস্যার সমাধান না করেন তবে তারা আন্দোলন করবেন