প্রদীপ কুমার সিংহ :-কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ মতো ভারতবর্ষের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে ১৮থেকে ৫৯ বছর বয়সে মানুষদের বিনামূল্যে বুস্টার ডোজের প্রক্রিয়া শুরু হয় শুক্রবার থেকে। দ্বিতীয় দিনে বারুইপুর মহকুমা কর্তব্যরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের আজ বারুইপুর মহকুমার সুপার স্পেশালিটি হাসপাতালে বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া হলো। এই দিন প্রায় ১৫ থেকে ১৬ জন বারুইপুর প্রেসক্লাবের সদস্যরা এই বুস্টার ডোজ নিতে সক্ষম হয়। তাছাড়া এই দিন বারুইপুর মহকুমা হাসপাতালে আজ প্রায় ৪০০ জন মানুষ বিনামূল্যে বুস্টার ডোজ নেন। যদিও এই প্রক্রিয়া আগামী ৭৩ দিন আরো চলবে। কারণ কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রী ঘোষণা করেছিলেন ভারত বর্ষ ৭৫ বছরের স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতবর্ষে ১৮ বছর থেকে ৫৯ বছর পর্যন্ত মানুষের বিনামুল্যে এই বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া চলবে।