Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পশ্চিমবঙ্গের রাজ্যপাল মুখতার আব্বাস নকভি

উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনখড়কে এনডিএ প্রার্থী করার পর থেকেই রাজ্য জুড়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে কে পরবর্তী রাজ্যপাল।আর সেই নিয়ে শুরু হয়েছে চরম জল্পনা।এর মাঝেই কাঁথির তৃনমূল সাংসদ তথা রাজ্যের বিরোধী দলনেতার বাবা প্রবীন রাজনীতিবিদ শিশির অধিকারীর নাম উঠে এসেছে।আর সাথে উঠছে নানা প্রশ্নও।

তবে জল্পনা কিংবা প্রশ্ন যাই থাক বিজেপি সুত্র বলছে শিশির অধিকারী নন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসাবে সর্বাধিক জল্পনা হচ্ছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভিকে নিয়ে।

একাধিক রাজনৈতিক বিশ্লেষক বলছেন আগামী লোকসভা ভোটের নিরিখে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোটের কথা চিন্তা করে মুখতার আব্বাস নকভিকে রাজ্যপালের পদে বসাতে পারে বিজেপি।

কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রক থেকে সদ্য ইস্তফা দিয়েছেন মুখতার আব্বাস নকভি। তাঁর আচমকা ইস্তফা নিয়ে জল্পনা বাড়তে শুরু করেছিল। তাঁকেই উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করবে বিজেপি, এমন একটা জল্পনা ছড়িয়ে পড়েছিল রাজনীতি মহলে। কিন্তু সেখানে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হলো জগদীপ ধনখড়ের। আর সেখান থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে, পশ্চিমবঙ্গের রাজ্যপাল কি হতে চলেছেন মুখতার আব্বাস নকভি?

কারন পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের ক্ষেত্রে বিজেপির অন্যতম অন্তরায় হল সংখ্যালঘু ভোট।উত্তর প্রদেশের মত রাজ্যে সংখ্যালঘুদের কিছু অংশ পাশে থাকলেও পশ্চিমবঙ্গে তার কোন লক্ষন দেখতে পাচ্চেনা কেন্দ্রীয় বিজেপি। তাই লোকসভা নির্বাচনের আগে সংখ্যালঘু মুখকে রাজ্যপাল করে দিয়ে, সংখ্যালঘুদের কাছে বিশেষ বার্তা দিতে পারে বিজেপি। ইতিপূর্বে, একাধিক মুসলিম অধ্যুষিত রাজ্যে কোন সংখ্যালঘু মুখকে রাজ্যপাল করে দিয়ে বড়রকম চমক দিয়েছে বিজেপি। এবার, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এই কৌশল বেছে নিতে পারে বিজেপি।

বিজেপির অন্দরে ঘুরছে আরো এক প্রাক্তন নৌ অফিসারের নামও।বাদ নেই আরএসএস-এর গুড বুকে থাকা প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত।

এর মধ্যেই কাঁথির সাংসদ শিশির অধিকারী দীর্ঘদিন পরে দিল্লীতে।রাষ্ট্রপতি নির্বাচনে অংশ গ্রহন করতে দেশের রাজধানীতে শিশির অধিকারী।সব মিলিয়ে জল্পনা চড়চড়িয়ে বাড়ছে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read