প্রতিদিনের মতো মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার মেছেদা মাছ বিক্রির আড়তে চলছিল মাছের পাইকারি।জানা গিয়েছে এই ব্লকের পাশাপাশি পার্শ্ববর্তী ব্লক থেকে বহু মাছ বিক্রেতা এখান থেকেই মাছ সংগ্রহ করে তারা জীবন জীবিকা অর্জন করে। তাই সকাল থেকেই কার্যত ভিড় পাইকারি বাজারে।
সেই ভিড়ের সুযোগ নিয়ে এক বাইক চোর এক বাইক চুরি করার চেষ্টা করছিলেন, সেই সময় অন্যান্য ব্যবসায়ীদের সহযোগিতায় হাতেনাতে পাকড়াও করা হয় সেই চোরকে।ক্ষিপ্ত ব্যাবসায়ী ও ঘটনাস্থলে উপস্থিত অন্যান্যরা মারধোর শুরু করে
মাছের আড়তে উত্তেজনার ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে কোলাঘাট থানার পুলিশ গিয়ে ওই বাইক চোরটিকে আটক করে।মোটর বাইক চুরী করতে গিয়ে দুষ্কৃতির হাতেনাতে ধরা পড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
Author: ekhansangbad
Post Views: ১১৫