Select Language

[gtranslate]
২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আইসিএসসি বোর্ডের পরীক্ষায় দেশে চতুর্থ মেদিনীপুরের অদ্রিজা

আই সি এস সি বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষায় পশ্চিম মেদিনীপুর জেলায় প্রথম,রাজ্যে তৃতীয়,দেশে চতুর্থ স্থান অর্জন করে অবিভক্ত মেদিনীপুর জেলাকে গর্বিত করলো মেদিনীপুর শহরের নজরগঞ্জের বাসিন্দা খড়্গপুরের সেন্ট আ্যাগনেস স্কুলের ছাত্রী অদ্রিজা পড়্যা।

সোমবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শুভেচ্ছা বার্তা , পুষ্পস্তবক ও মিষ্টি নিয়ে বাড়িতে এসে সম্মাননা জ্ঞাপন করেন এ এই অফ স্কুল মানস সামন্ত l

অদ্রিজা ছোটবেলা থেকেই পড়াশোনাতে খুবই মেধাবী পড়ার কাজে স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও মা-বাবার সহযোগিতায় এগিয়েছে অদ্রিজা। এক্ষেত্রে অদ্রিজার মা, খড়্গপুরের গোপালী হাইস্কুলের প্রধান শিক্ষিকা অর্পিতা পড়্যা দাসের অবদান সবচেয়ে বেশি।বাবা বিশ্বজিৎ পড়্যা একাধারে শিক্ষক এবং হোমিওপ্যাথি চিকিৎসক।

দু-এক গৃহশিক্ষক ছাড়া সেভাবে গৃহশিক্ষক ছিলেন না অদ্রিজার। পড়াশোনার পাশাপাশি দাবা খেলা ও ছবি আঁকায় সমানপটু অদ্রিজা।
অদ্রিজা স্কুল গেমস দাবাতে জাতীয়স্তরে রাজ্যের প্রতিনিধিত্ব করে ব্যক্তিগত বিভাগে পদক লাভ করেছে ২০১৯- ২০ মরসুমে l অঙ্কনেও বহু পুরস্কার পেয়েছে l

অদ্রিজার এই রেজাল্টে খুশির জোয়ার অদ্রিজার স্কুল, পরিবার সহ শুভানুধ্যায়ী মধ্যে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read