প্রদীপ মাইতি:-তৃনমূলের ২১ জুলাইয়ের শহীদ দিবসের পাল্টা কর্মসূচী করতে গিয়ে জোর ধাক্কা খেল শুভেন্দু অধিকারী।বৃহস্পতিবারের সমাবেশ উপলক্ষ্যে শাসকদলের তোড়জোড় তুঙ্গে। অনুষ্ঠানের জন্য জেলা থেকে কাতারে কাতারে তৃণমূল কর্মী-সদস্যদের কলকাতা আসার কথা। পাল্টা হিসেবে বৃহস্পতিবারই ‘উলুবেড়িয়া চলো’ কর্মসূচি রাখে বিজেপি।রাজ্যের বিরোধী দলনেতার পরামর্শে সেই কর্মসূচী নিতে গিয়ে আদপে মুখ পুড়লো বিজেপির,বলছে রাজনৈতিক মহল ।
বৃহস্পতিবার বিজেপির ‘উলুবেড়িয়া চলো’ পুলিশের অনুমোদন না মেলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় গেরুয়া শিবির! এদিন সেই মামলার শুনানি উপলক্ষ্যে হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য একাধিক প্রশ্ন করেন বিজেপি শিবিরকে।প্রশ্ন করেন রাজ্যকেও।
সব কিছুর পর বিচারপতি ভট্টাচার্যের মন্তব্য,’আদালত চায় মানুষের শান্তি ও স্বস্তি বজায় থাকুক।’ এর পরই বিজেপিকে অন্য দিন সভার পরামর্শ দেওয়া হয়। তবে শেষমেশ কী হচ্ছে, সেটা বুধবারের শুনানিতেই স্পষ্ট হওয়ার কথা।