পরিবেশকে দূষণমুক্ত, সুন্দর স্বচ্ছ ও স্বাভাবিক রাখতে পৌর এলাকায় ৭৫ মাইক্রোনের কম এবং কোম্পানির ছাপ হীন ব্যাগ ও থার্মোকল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে কাঁথি পুরসভা।
১ লা জুলাই থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হলেও এখনো কাঁথি পৌর এলাকার বাজার, দোকানপাট সহ বিভিন্ন জনবহুল এলাকায় অবাধে ৭৫ মাইক্রোনের নিচের পলি ব্যাগ ব্যবহার চলছে বলে অভিযোগ ।
এই অভিযোগের ভিত্তিতে কাঁথির পৌর প্রধান সুবল মান্নার নির্দেশে কাঁথি পুরসভার সুপার মার্কেটে হানা দেওয়া হয় । পুরসভার প্রায় ৩০ জনের একটি টিম অতর্কিতে হানা দেওয়ায় সুপারমার্কেটের ব্যবসায়ীরা হক চকিয়ে যান ।
এই অভিযান কর্মসূচিতে ছিলেন কাঁথি পুরসভার পুরপ্রধান সুবল মান্না, পুরসভার এক্সিকিউটিভ অফিসার সত্যরঞ্জন জানা, কাউন্সিলর অতনুগিরি ও নিত্যানন্দ মাইতি সহ স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ।
পুরসভার পর্যবেক্ষক দলের পক্ষ থেকে জানানো হয় ৭৫ মাইক্রোনের নিচে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা সত্ত্বেও বেশ কিছু দোকানদাররা কখনো প্রকাশ্যে আবার কখনো আড়াল করে ক্রেতা বিক্রেতার মধ্যে দেওয়া নেওয়া চলছে। এই দেওয়া নেওয়ার সরেজমিন তদন্তে হাতেনাতে প্রায় ২০ জন বিক্রেতা ও ১৫ জন ক্রেতাকে ৭৫ মাইক্রোনের নিচে জিনিস দেওয়া নেওয়ার জন্য উভয়পক্ষকে ৫০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত স্পট ফাইন করা হয় ।
পুরো প্রধান সুবল মান্না বলেন রাজ্য সরকারের নির্দেশে পরিবেশ দূষণ রক্ষার স্বার্থে বিগত দিনে বহুবার এই ৭৫ মাইক্রোনের নিচের পলিব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হলেও সাধারণ মানুষ সহ ব্যবসায়ীরা না মেনে দেদার ব্যবহার করে চলেছে। তাই এবার সরকারের কড়া নির্দেশে ১ জুলাই থেকে ৭৫ মাইক্রোনের নিচের পলি ব্যাগ, কোম্পানির ছাপ হীন ব্যাগ সহ থার্মোকল সম্পূর্ণভাবে ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ইতিপূর্বে সচেতন করতে শহর জুড়ে মাইকিং এর মাধ্যমে এই নির্দেশ পালনের জন্য প্রত্যেক ওয়ার্ড বাসীদের সচেতন করা হয়। তাই এই নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে পুরসভার অভিযান দলের পক্ষ থেকে জানানো হয় কাঁথির সুপার মার্কেটে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে ৭৫ মাইক্রোনের নিচে ব্যবহৃত পলিব্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে। আগামী দিনে এরকম অভিযান চালানো হবে বলে পুরসভার পক্ষ থেকে জানানো হয়।