ঝুমা দত্ত:-
নমঃ নমঃ আদি শিব,
তোমার জন্যই আমরা সজীব।
ধুয়ে যাবে যেদিন মনের মলিন,
জীবন শেষে হবো তোমাতে বিলীন।
তুমি সত্যি, তুমি জ্ঞান, তুমিই পরম গুরু,
তোমাতে জীবনের অন্ত আবার তোমাতেই জীবন শুরু।
মাথায় তোমার চন্দ্র মুকুট, ত্রিপুন্ড্র, গঙ্গায় সুশোভিত,
গলায় বাসুকী, ভষ্ম মেখে ভুতের সাথে কর নৃত্য।
পাপ-পুণ্যের ঊর্ধ্বে তুমি, মান অপমান থাকে দূরে,
তুমি ছিলে তুমি থাকবে যুগ-যুগান্ত ধরে।
সমুদ্র মন্থনে অমৃত বিলিয়ে কন্ঠে নিয়েছো গরল,
তোমার মতো আর কে আছে এতটা সহজ সরল।
যতবার পৃথিবী প্রলয় মুখে তুমি এসেছ ছুটে ছুটে,
হে কৈলাসবাসি,পরমপূজ্য তুমি থাকবে সদা এ বুকে।
আলোর তেজে থাকো তুমি, অন্ধকারের কালোতেও তুমি,
বৃথাই জন্ম নষ্ট করছি না খুঁজে তোমায় আমি।
ফুলের সুগন্ধে তুমি আছো, ধুলোতেও আছো মিশে,
অট্টালিকা কিংবা পর্ণকুটিরে থাকো তুমি ভালোবেসে।
আমার বিশ্বাস,ভক্তি, ভালোবাসা সব তোমায় জড়িয়ে,
নিজেকে সঁপে তোমার চরণে দিনে দিনে যাচ্ছি আমি হারিয়ে।
🙏হর হর মহাদেব 🙏
সৌজন্যে – প্রতিলিপি