সামান্য হলেও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মান বাঁচালো কলকাতা উচ্চ আদালত।তবে তার জন্যে চেপেছে একাধিক শর্ত।
২১ জুলাই তৃনমূলের শহীদ দিবস কর্মসূচী আছে কলকাতার ধর্মতলায়।সেই দিনই বিজেপি উলুবেড়িয়া চলো কর্মসূচী গ্রহন করে ।প্রধান বক্তা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।একই দিনে রাজ্যের শাসক ও বিরোধী দলের বড় সভার অনুমতি দেয়নি পুলিশ।এর পরেই কলকাতা উচ্চ আদালতে মামলা করে বিজেপি।
সেই মামলায় শর্তসাপেক্ষে বিজেপিকে সভা করার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। তবে তাদের রাত ৮টায় সভা শুরু করতে হবে। এমনকি সন্ধ্যা সাড়ে ৬টা আগে বিজেপির কর্মী সমর্থকেরা সভায় যোগ দিতে যেতে পারবে না। সেই সাথে রাত ১০টার পরে আর সভা চালানো যাবে না বলেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
জানা গেছে আদালত তার শর্তে আরো বলেছে সভায় ২০টির বেশি লাউডস্পিকার ব্যবহার করা যাবে না। উলুবেড়িয়ার মহকুমাশাসকে এমন স্বাধীনতা দেওয়া হয়েছে যাতে তিনি মাইক কোথায় লাগানো যাবে তা ঠিক করতে পারবেন। ২০টির বেশী লাউড স্পিকার থাকলে খুলে দিতে পারেন উলুবেড়িয়ার মহকুমা শাসক।
রাজ্য পুলিশের কথা শুনে নিরাপত্তা,আইন ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ২০০০ হাজার লোক নিয়ে সভা করার নির্দেশ দিয়েছে কলকাতা উচ্চ আদালত।হাওড়ার স্থানীয় মানুষ ছাড়া বাইরের লোক যেন সভায় না আসেন তা নিশ্চিত করতে হবে বিজেপিকে।একই সাথে আদালতের নির্দেশ সভা থেকে কোনও উস্কানিমূলক মন্তব্য করা যাবে না।